সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে দুই সাংবাদিক হামলার শিকার 

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে দুই সাংবাদিক হামলার শিকার 

রাজবাড়ীর গোয়ালন্দে বিএনপির অবস্থান কর্মসূচিতে বিএনপির মাইক্রোবাস ভাঙচুরের ভিডিও ধারন করতে গিয়ে ক্ষমতাসীন দলের কর্মীদের হামলায় আহত হয়েছেন দুই সাংবাদিক। গত শনিবার গোয়ালন্দ উপজেলা কোর্টচত্ত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বাংলাট্রিবিউন ও দৈনিক বাংলা পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি মইনুল হক মৃধা ও দৈনিক ইনকিলাবের গোয়ালন্দ উপজেলা সংবাদদাতা মোজাম্মেল হক লাল্টু। 
স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শী সংবাদকর্মীরা জানান, গোয়ালন্দেও বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও সতর্ক অবস্থানে ছিল। 

বিকেল গোয়ালন্দ উপজেলা কোর্টচত্ত্বরে বিএনপির নেতাকর্মীদের বহনকারী একটি মাইক্রোবাস আসলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ওই গাড়িতে ভাঙচুর শুরু করে। এসময় কর্মরত সাংবাদিকরা ঘটনাটি ভিডিও ধারন করতে গেলে উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর হামলা করে। হামলায় আহত সাংবাদিকদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মইনুল হক মৃধাকে ভর্তি ও মোজাম্মেল হক লাল্টুকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আহত সাংবাদিক মইনুল হক মৃধার স্ত্রী সাবরিন আক্তার বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আজ আমার স্বামী হামলায় আহত হয়েছে, এর যদি বিচার না হয়, এরপর আপনারাও এ রকম হামলার শিকার হবেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হবে বলে তিনি জানান।

গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন জানান, ভাঙচুরের শিকার মাইক্রোবাসে তাদের কর্মসূচিতে যোগ দিতে কয়েকজন নেতা এসেছিল। হামলার শিকার হয়ে তারা আর কর্মসূচিতে যোগ দিতে পারেন নি।

গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ইতোপূর্বে গোয়ালন্দে এ ধরনের ঘটনা ঘটেনি। দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক নেতাদের সাথে বসে বিষয়টি মীমাংসা করে ফেলা হবে।

 গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ঘটনাটি আমি শুনেছি। এখন পর্যন্ত কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ